পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জঞ্জালের স্তূপ থেকেও মমতার ছবি সংগ্রহ, আনসারের স্বপ্ন শিলিগুড়িতে সংগ্রহশালা তৈরি - মমতা ব্যানার্জির ছবির সংগ্রহশালা সংক্রান্ত খবর

শিলিগুড়ির শান্তিনগরের বউবাজারের বাসিন্দা আনসার রহমান ৷ পেশা ছবি আঁকা । আর নেশা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগ্রহ করা । সব মিলিয়ে তাঁর সংগ্রহে রয়েছে 15 হাজার ছবি । লক্ষ্য শহর শিলিগুড়ির বুকে একটি সংগ্রহশালা তৈরি করা ৷

সংগ্রহশালা

By

Published : Nov 22, 2019, 9:19 AM IST

Updated : Nov 23, 2019, 12:18 AM IST

শিলিগুড়ি, 22 নভেম্বর : পেশা ছবি আঁকা । আর নেশা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগ্রহ করা । আর সেই নেশায় বুঁদ হয়ে বিগত 34 বছরে নিদেনপক্ষে 15 হাজার ছবি সংগ্রহ করেছেন ৷ এখন বয়স 70-এর দোরগোড়ায় ৷ কিন্তু আজও নিয়মিত শহরের বিভিন্ন অলিগলির জঞ্জালের স্তূপে উঁকি দেন ৷ লক্ষ্য, জঞ্জালের মধ্যে থেকে মমতার ছবি খুঁজে বের করা ৷

শিলিগুড়ির শান্তিনগরের বউবাজারের বাসিন্দা আনসার রহমান ৷ 34 বছর ধরে খবরের কাগজ কিনে চলেছেন ৷ শুধু মমতার ছবি সংগ্রহ করবেন বলে ৷ মমতার ছবি সংগ্রহের নেশায় বুঁদ হয়ে চলার পথে অনেক কটূক্তিও সহ্য করতে হয়েছে তাঁকে । তবে থেমে যাননি তিনি । তাঁর স্বপ্ন আস্ত এক সংগ্রহশালা গড়ে তোলার । সে ক্ষেত্রে সম্প্রতি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ আলাপও সেরে এসেছেন ।

সালটা 1984 ৷ প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার সুযোগ পান আনসার ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী ৷ মুগ্ধ হন নেত্রীর স্লোগানে ৷ সেই থেকে শুরু ছবি সংগ্রহ ৷ আজও চলছে ৷ প্রথমদিকে স্ত্রী, সন্তানের গঞ্জনাও সহ্য করতে হয়েছিল তাঁকে ৷ পরে অবশ্য তাঁরাই অনুপ্রেরণা জুগিয়েছেন ৷ আজও পাশে রয়েছেন ৷

দেখুন ভিডিয়ো...

পেশায় চিত্রশিল্পী আনসার রহমান ছবি সংগ্রহের পাশাপাশি রং-তুলির টানে একাধিক মমতার ছবিও এঁকেছেন ৷ অন্যদিকে প্রতিদিনই রাস্তাঘাটে পড়ে থাকা জঞ্জালের স্তূপ থেকে মমতার ছবি সংগ্রহ করেন । তারপর তা যত্ন সহকারে সাজিয়ে রাখেন নিজের ঘরে । কিছু ছবি দিয়ে বানিয়েছেন অ্যালবাম ৷ আবার কিছু ছবি রেখেছেন বাঁধিয়ে । সব মিলিয়ে তাঁর সংগ্রহে রয়েছে 15 হাজার ছবি । সে সব দিয়েই আস্ত এক সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজের একচালা ছোট্ট ঘরে ৷ এখন লক্ষ্য শহর শিলিগুড়ির বুকে একটি সংগ্রহশালা তৈরির ৷ সেইসঙ্গে কর্মশালা আয়োজন করার । তবে স্বপ্ন আদপেও বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অবশ্য ধন্দে রয়েছেন তিনি ।

আনসার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীপ্ত তেজ, গাম্ভীর্য দেখে তিনি উপলব্ধি করেছিলেন, ভবিষ্যতে তিনি দেশের বড় মাপের কিছু হবেন ৷ তখন থেকেই শুরু করেছিলেন ছবি সংগ্রহ করতে ৷ বলেন, "ছবি সংগ্রহ করতে দেখে পাড়ার অনেকে অনেক কথা বলেছে ৷ অনেকে বলেছে পাগলের প্রলাপ ৷ এ সব করে কী হবে ৷ এ সব করে কোনও লাভ নেই ৷ এ সমস্ত কথা শুনতে হয়েছে আমাকে ৷ " তিনি আরও বলেন, " আমি খবরের কাগজ প্রতিদিন কিনি ৷ সেইসঙ্গে ধরুন মুদির দোকানে গেলাম ৷ সেখানে হয়ত কাগজে ছবি দেখতে পেলাম ৷ চেয়ে নিলাম ৷ কেউ ঝালমুড়ি খাচ্ছে সেখানে অপেক্ষা করি যাতে কাগজটা ফেলে না দেয় ৷ তার হাত থেকে নিয়ে নিই ৷ ডাস্টবিন থেকেও ছবি সংগ্রহ করি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলাম ৷ এ বিষয়ে তিনি বলেছেন ভালো কাজ ৷ সংগ্রহশালা করলে ভালো হয় ৷ "

Last Updated : Nov 23, 2019, 12:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details