শিলিগুড়ি, 11 অগস্ট : সফল অস্ত্রোপচারের মাধ্য়মে এক বছরের শিশুর খাদ্যনালীতে আটকে যাওয়া সেফটিপিন বের করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College and Hospital) ৷ জানা গিয়েছে, খেলতে খেলতে সেফটিপিনটি গিলে ফেলে সে ৷ এর পর সেটি খাদ্যনালীতে আটকে যায় ৷ মঙ্গলবার তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে আটকে থাকা সেফটিপিনটি বের করেন চিকিৎসকরা ৷
জটিল ওই অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির বাসিন্দা ওই শিশুর নাম অঙ্কন সরকার ৷ গত 6 অগস্ট বড়দের চোখ এড়িয়ে সেফটিপিন নিয়ে খেলতে শুরু করেছিল সে ৷ আর খেলতে খেলতে সেফটিপিনটি গিলে ফেলে অঙ্কন ৷ খেলতে গিয়ে গলায় সেফটিপিন আটকে ফেলে। ওইদিন তাকে জলপাইগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন ৷ এক্স-রে করার পর দেখা যায় খাদ্যনালীতে সেফটিপিন আটকে রয়েছে ৷ হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় অস্ত্রোপচার করতে হবে ৷ তারপর সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ওই অঙ্কন সরকারকে ৷