পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

খুলল না বহির্বিভাগ, ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসক - darjeeling

ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নির্মল বেরা । খুলল না বহির্বিভাগ । গাছের তলার রোগী দেখলেন ডাক্তাররা ।

নির্মল বেরা

By

Published : Jun 14, 2019, 11:43 AM IST

শিলিগুড়ি, 14 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারকে আক্রমণের প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ । প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । যার জেরে কার্যত স্তব্ধ স্বাস্থ্য পরিষেবা । রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মতোই বহির্বিভাগ খুলল না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ইস্তফা দিলেন মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা ।

ইস্তফা দিয়ে নির্মলবাবু বলেন, "সরকারের এই অসহিষ্ণু মনোভাব, ডাক্তারদের নিরাপত্তার অভাব, জুনিয়র ডাক্তারদের উপর বর্বরোচিত আক্রমণ । এর পাশাপাশি এখন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার যে পরিবেশ তাতে কাজ করা যায় না । তাই বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম । ইস্তফা পত্র অধ্যক্ষের কাছে পাঠিয়েছি । "

সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানিয়ে হাসপাতালের পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা । যদিও নিজেদের দায়িত্ব থেকে সরে আসেননি তাঁরা । আজ সকাল থেকে গাছতলায় বসে রোগী দেখলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ।

ABOUT THE AUTHOR

...view details