পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জ্বরে ভুগে মৃত্যু চিকিৎসকের, স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গি নয় - siliguri

জ্বর নিয়ে নার্সিংহোমে ভরতি হয়েছিলেন চিকিৎসক স্বাতী দাশগুপ্ত । নার্সিংহোম জানিয়েছে, স্বাতীর মৃত্যুর কারণ জ্বর এবং সেপটিসেমিয়া। জেলা স্বাস্থ্য বিভাগও একই দাবি করেছে ।

doctor

By

Published : Oct 18, 2019, 4:54 AM IST

শিলিগুড়ি, 18 অক্টোবর : শিলিগুড়িতে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চিকিৎসকের । গতকাল সন্ধ্যায় শিলিগুড়ির এক নার্সিংহোমে মারা যান স্বাতী দাশগুপ্ত নামে ওই চিকিৎসক । জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, ডেঙ্গিতে তাঁর মৃত্যু হয়নি । জ্বর এবং সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন স্বাতী ।

কয়েক দিন আগে শহরের 21 নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার কিছু দিন পরেই জ্বর নিয়ে নার্সিংহোমে ভরতি হয়েছিলেন স্বাতী ।নার্সিংহোম জানিয়েছে, স্বাতীর মৃত্যুর কারণ জ্বর এবং সেপটিসেমিয়া। জেলা স্বাস্থ্য বিভাগও একই দাবি করেছে । শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "আতঙ্কের কিছু নেই। ডেঙ্গিতে মারা যাননি ওই চিকিৎসক। তবে তাঁর জ্বর ছিল। পাশাপাশি সেপ্টিসেমিয়াতেও আক্রান্ত হন তিনি । শহরের ডেঙ্গি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ।"

শিলিগুড়ি জেলা হাসপাতালে দীর্ঘদিন কর্মরত ছিলেন স্বাতী । শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্র ভট্টাচার্য্য বলেন, "চিকিৎসকের এই অকাল মৃত্যু দুঃখজনক।"

ABOUT THE AUTHOR

...view details