শিলিগুড়ি, 10 অগাস্ট : শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত এক ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার তিনদিন পর ফের সংক্রমিত হয়ে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত চাইলেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, হাসপাতালে বেড ফাঁকা করতেই তড়িঘড়ি ছুটি দেওয়া হয়েছিল কি না সে তদন্ত করুক স্বাস্থ্যবিভাগ। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির সূর্যসেন কলোনির ই ব্লকের বাসিন্দা ষাটোর্ধ্ব ওই ব্যক্তি তাঁর সোয়াব টেস্ট করানোর পর ২৮ জুলাই রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে ভরতি নেওয়া হয় COVID হাসপাতালে। পরিবারের সদস্যদের কোয়ারানটিন করা হয় ।
এরপর ৩১ জুলাই ফের তাঁর সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় পরদিন অর্থাত ১ অগাস্ট তাঁকে ছুটি দেওয়া হয় । ৪ অগাস্ট ফের তাঁর শ্বাসকষ্ট শুরু হলে পরিজনেরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে গেলে ফের সোয়াব সংগ্রহের পাশাপাশি তাঁকে COVID হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ওই দিন মারা যান ওই রোগী । সাধারণত কেউ আক্রান্ত হলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় । ফলে দ্বিতীয় বার সংক্রমণের ঘটনা ব্যতিক্রমী হলেও বিরল নয় । তবে ৩১ জুলাই যে সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল তা আদৌ নেগেটিভ ছিল কি না তা নিয়ে সংশয়ে রোগীর পরিজনেরাই । তাঁরা জানান, ছুটির পর তিনদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন রোগী ।