পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip Ghosh Slams Mamata : পুলিশ সুপারকে ধমক নিয়ে মুখ্যমন্ত্রীকে শিলিগুড়িতে তীব্র আক্রমণ দিলীপের - dilip ghosh criticizes mamata banerjee and tmc

শুভেন্দুর পর পূর্ব মেদিনীপুরের এসপিকে প্রকাশ্যে ধমকানোর বিরুদ্ধে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Slams Mamata) ৷ শুক্রবার শিলিগুড়িতে পৌর নির্বাচনের প্রচারে এসে একাধিক বিষয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷

dilip ghosh
একাধিক বিষয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব দিলীপ ঘোষ

By

Published : Feb 4, 2022, 4:13 PM IST

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি : "সমস্ত এসপি ও ডিএম কেন্দ্রের ক্যাডার ৷ কিন্তু দিদিমণি তাঁদের উপর জমিদারি চালান ৷ পুরোপুরি পার্টির অ্যাজেন্ডা যদি না মানা হয়, তাহলেই তাঁদের ধমকানো হয় ৷ প্রকাশ্যে এসপিকে ধমকানো কোনও যোগ্য শাসকের ব্যবহার নয় ৷" বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে ধমকানো প্রসঙ্গে শিলিগুড়িতে পৌরভোটের প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (SMC Election 2022) ৷

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হতে দেখা গেল দিলীপ ঘোষকে ৷ এছাড়াও একাধিক বিষয়ে এদিন তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনী ছাড়াই এখানে ভোট হয়, এবারও তাই হবে । তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি । সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা দেখার দায়িত্ব স‍রকারের ও নির্বাচন কমিশনের । তবে মানুষদের ভোটাধিকার প্রয়োগ করতে আমরা উৎসাহিত ক‍রছি ।"

একাধিক বিষয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব দিলীপ ঘোষ

তবে শিলিগুড়ি পৌরনির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি ৷ ভোট লুঠের বিষয়ে এদিন তিনি বলেন, "এখানকার ভোটাররা ও রাজনৈতিক দলগুলি শক্তিশালী ও জাগ্রত ৷ তাই এখানে তৃণমূলের পক্ষে ভোটলুঠ করা সম্ভব হবে না ৷"

আরও পড়ুন :Suvendu Adhikari criticizes CM : জনসমক্ষে এসপিকে ধমক নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details