শিলিগুড়ি, 5 মার্চ : শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ সদস্যরা শপথ নিলেন শুক্রবার । পাশাপাশি এদিন করা হয় দফতর বন্টনও । এদিন পৌরনিগমের নবনির্বাচিত ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদের সদস্যরা সেবা ও গোপনীয়তার শপথ নেন । কিছু সময় পর তাদের বিভাগও বরাদ্দ করা হয় । নবনির্বাচিত ডেপুটি মেয়র রঞ্জন সরকার (Siliguri Deputy Mayor Take Oath), মেয়র পরিষদ সদস্য রামভজন মাহতো, দুলাল দত্ত, কমল আগরওয়াল, মানিক দে, দিলীপ বর্মণ, শোভা সুব্বা, রাজেশ প্রসাদ, সিক্তা দে বসু রায় এবং শ্রাবণী দত্তও শপথ নেন। তাদের সবাইকে শপথবাক্য পাঠ করান মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ অন্যান্য কাউন্সিলররা।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, মেয়র গৌতম দেব সাধারণ প্রশাসন, পূর্ত বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি, হাউজিং, পরিকল্পনা ও উন্নয়ন, অর্থ ও হিসেব এবং অন্যান্য বিভাগ নিজের হাতে রেখেছেন। ডেপুটি মেয়র রঞ্জন সরকার বস্তি উন্নয়ন, ন্যাশনাল আরবান লাভলিহুড মিশন, নগর কর্মসংস্থান, পরিবহণ, সংখ্যালঘু কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন। মেয়র পারিষদের সদস্য রামভজন মাহাতো সম্পত্তি কর, মূল্যায়ন, বাজার, দুলাল দত্ত জল সরবরাহ, স্বাস্থ্য, জাতীয় নগর স্বাস্থ্য মিশন, কমল আগরওয়াল বিদ্যুৎ, আইন, আইটি সেল, মানিক দে কনজারভেন্সি, বায়ো-মাইনিং, যানবাহন, দিলীপ বর্মণ হাউজিং ফর অল, ট্রেড লাইসেন্স, ক্রীড়া, শোভা সুব্বাকে শিক্ষা ও সংস্কৃতি, রাজেশ প্রসাদকে পার্কিং, গেস্ট হাউস, বিজ্ঞাপন, সিক্ত দে বসু রায়কে বৃক্ষরোপণ ও সৌন্দর্যায়ন, পরিবেশ, উদ্যান পালন বিভাগ এবং শ্রাবণী দত্তকে শিশু কল্যাণ বিভাগ, মিড-ডে মিল, জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে।