শিলিগুড়ি, 4 জুন : করোনা আর ব্ল্যাক ফাংগাসের মাঝেই শিলিগুড়িতে ডেঙ্গুর আতঙ্ক । শহরের প্রায় পঞ্চাশ হাজার জায়গায় মিলেছে জমাজল ও মশার লার্ভা । একপ্রকার ডেঙ্গুর আঁতুরঘর হয়ে উঠেছে শিলিগুড়ি ৷ আর এই খবর সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছে শিলিগুড়ির বাসিন্দারা । সে জন্য ডেঙ্গু মোকাবিলায় আগেভাগেই শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষকে সতর্ক করল রাজ্য সরকার ।
সম্প্রতি শিলিগুড়ি পৌর এলাকার 29 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি করোনার সঙ্গে ডেঙ্গুতেও আক্রান্ত হন । করোনার সঙ্গে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার চিকিৎসায় যথেষ্ট জটিলতা দেখা দেয় । বিষয়টি নজরে আসতেই শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গুর বিরুদ্ধে ময়দানে নেমেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এবং স্বাস্থ্য বিভাগ । শিলিগুড়ি পৌরনিগমের এলাকায় এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে করোনায় আট থেকে দশ জনের মৃত্যু হচ্ছে । পাশাপাশি ব্ল্যাক ফাংগাসে 24 ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে । এরই মাঝে ডেঙ্গুর প্রকোপ স্বাস্থ্য পরিকাঠামো আরও খারাপ করে দিতে পারে ৷