শিলিগুড়ি, 27 জুলাই : এবার উত্তরবঙ্গে খোঁজ মিলল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta variant) এবং ইউকে স্ট্রেইনের (UK strain) । শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন মোট সাতজন ৷ তাঁরা প্রত্যেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ৷
সম্প্রতি সিকিমে প্রায় 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যায় ৷ তারপরই তৎপর হয়ে ওঠে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহলও ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিকিমের সঙ্গেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে নমুনা পাঠানো হয়েছিল কলকাতায় । গত সপ্তাহে সিকিমের সেই নমুনার রিপোর্ট হাতে আসে ৷ 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে বলে জানা যায় । এরপর সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো 100 জন রোগীর লালারস এবং নাকের টিস্যুর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তাতেই দেখা যায় করোনায় সংক্রামিত পাঁচজন রোগীর শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জনের শরীরে ছড়িয়ে রয়েছে ইউকে স্ট্রেইনের মারণ ভাইরাস ।