শিলিগুড়ি, 12 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । সোমবার তিনি বলেন, "দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত । তা সত্ত্বেও তিনি দেশের প্রতিটি প্রান্তে যাচ্ছেন । মুখ্যমন্ত্রী বলছেন, তাঁকে আগে জানালে তিনি দ্রৌপদী মুর্মুকে সমর্থনের বিষয়ে বিবেচনা করতেন ৷ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা তো পাঁচ বছর আগে হয় না । যদি মুখ্যমন্ত্রী সত্যিই আদিবাসী বা পিছিয়ে পরা জনজাতির প্রতি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে তাঁর উচিত এনডিএ'র প্রার্থীকে সমর্থন করা । কিন্তু আমি জানি তিনি করবেন না । কারণ তিনি আদিবাসী, রাজবংশী, গোর্খাদের পছন্দ করেন না । তিনি সেটাই করবেন যেটা আমাদের বিরুদ্ধে যাবে ।"
এদিন বিকেলে শিলিগুড়ি সংলগ্ন চামটা এলাকার একটি হোটেলে সিকিমের সাংসদ-বিধায়ক, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্য বিজেপি সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Election Candidate Droupadi Murmu)। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ রাজু বিস্তা ।