শিলিগুড়ি, 15 মার্চ : বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে ফাটল (Crack on The Runway of Bagdogra Airport) ৷ যার জেরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা (Flight Services Suspended in Bagdogra Airport) ৷ মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয় ৷ রানওয়েতে প্রথম ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড অফিসাররা ৷ খবর পাওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা ৷ আজ সকাল থেকে মাত্র তিনটে বিমান অবতরণ এবং দু‘টো বিমান উড়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে ৷
কিন্তু, ফাটল দেখা দেওয়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা ৷ যার ফলে বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভিড় বেড়ে যায় ৷ রানওয়ের ফাটলের জেরে এ দিন মোট 11টি বিমান বাতিল করা হয় বাগডোগরা থেকে ৷ তবে, ঠিক কখন পরিষেবা চালু হবে, এ নিয়ে বিকেল সাড়ে চারটে আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি ৷ রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তা শেষ হতে অন্তত 4 ঘণ্টা লাগবে ৷ তার পরেও বিমান পরিষেবা শুরু করা যাবে না ৷ যতক্ষণ না ফাটলের মেরামত ঠিক মত হচ্ছে, ততক্ষণ পরিষেবা চালু করা যাবে না ৷