শিলিগুড়ি, 9 এপ্রিল :মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় শিলিগুড়িতে নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মূর্তির নামফলক ঢাকল নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদে কমিশনকে চিঠি পাঠিয়েছে একাধিক নকশালপন্থী সংগঠন। পাশাপাশি তারা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।
শিলিগুড়িতে চারু মজুমদারের মূর্তির নামফলক ঢাকল কমিশন
নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ করতে গিয়ে শিলিগুড়িতে থাকা নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মুর্তির নামফলক ঢেকে দেওয়া হল।
CPI(M-L)-এর দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, "1984 সালে নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের মূর্তি শিলিগুড়িতে স্থাপিত হয়েছিল। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমরা নির্বাচনে প্রার্থী দিইনি। আগে কখনও এভাবে আমাদের নেতার আবক্ষ মূর্তির নামফলক ঢাকা হয়নি। কিন্তু, এবার MCC (মডেল কোড অফ কন্ডাক্ট) টিম গিয়ে মূর্তির নামফলক ঢেকে দিয়েছে। সেভ ড্রাইভ, সেফ লাইফের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত স্টিকার শহরের চারদিকে লাগানো আছে। সেগুলি নির্বাচন কমিশন দেখছে না।"
অভিজিৎবাবু আরও বলেন, "চারু মজুমদারের মূর্তির ওই নামফলকে লাগানো কালো কাপড় অবিলম্বে খোলার দাবি জানাচ্ছি। না হলে দেশজুড়ে আমরা বিক্ষোভ দেখাব। দিল্লিতেও কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি আজ আমরা মহকুমাশাসকের মাধ্যমে কমিশনে প্রতিবাদপত্র পাঠিয়েছি।"