শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় ঘেরাও করে শুক্রবার বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলার সিপিআইএম সমর্থকরা (CPIM supporters agitation for the resignation of Subires Bhattacharya)। সিপিএমের এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফাতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। তাঁর গ্রেফতারের পর এখন পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বহাল রাখা হয়েছে সুবীরেশ ভট্টাচার্যকে। সেই কারণেই এদিন অবিলম্বে তাঁর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিএম সমর্থকরা ৷ এদিন বিক্ষোভকারীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং গেটেই আটকে দেয়। শুরু হয় তীব্র উত্তেজনা। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বাঁধে। পরে মাটিগাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।