শিলিগুড়ি, ২১ জুন : অগ্নিপথ (Agnipath Scheme) নিয়ে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) নিয়ে রাজ্য সরকারকে একসঙ্গে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে শিলিগুড়িতে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক । প্রচারের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানে তিনি প্রশ্ন তোলেন, "পার্থবাবু কি বোতলে দুধ খান ? আর দিদিমণি কি তাঁকে দুধ ফুটিয়ে দেন ? এত সরল ? চোর ধরা পড়লে নিজেকে এরকম ইনোসেন্স দেখায় । তার মানে পার্থবাবু শুধু চুরি করেছেন তা নয়, মুখ্যমন্ত্রী ওখান থেকে ভাগ নিয়েছেন । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর বলা উচিত ছিল, একটা অন্যায় হয়েছে । এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে ।"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী অনেক উপরে আছেন ওঁকে এত নিচে নেমে দুর্নীতিগ্রস্তদের হয়ে এত ওকালতি কেন করতে হচ্ছে ? কারণ, এই দুর্নীতিগ্রস্তদের টাকায় ওঁর ভাগ আছে, কালীঘাটের ভাগ আছে, ওঁর ভাইপোর ভাগ আছে, মানিক ভট্টাচার্য কে ? পোস্ট তো একটাই, বাকি সব ল্যাম্পপোস্ট । লিস্ট কোথা থেকে পাঠানো হয়েছিল এর জন্যই আমরা তদন্ত চাই ।"
পাশাপাশি অগ্নিপথ নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে ঠিকা কাজে পরিণত করতে চাইছে । পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদি । চার বছর প্রশিক্ষণ নেওয়ার পর সব বাইরে কাজ করতে চলে যাবে । না হলে বিজেপির পার্টি অফিসে দারোয়ানি করবে ।"