পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Salim Slams Mamata : এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সেলিম - Presidential Candidate Yashwant Sinha

নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । অন্যদিকে অগ্নিপথ ইস্যুতে তিনি বিঁধলেন কেন্দ্রকে ৷

CPIM Leader Md Salim Slams Mamata Banerjee Recruitment Scam Issue
Salim Slams Mamata : এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সেলিম

By

Published : Jun 21, 2022, 9:44 PM IST

শিলিগুড়ি, ২১ জুন : অগ্নিপথ (Agnipath Scheme) নিয়ে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) নিয়ে রাজ্য সরকারকে একসঙ্গে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে শিলিগুড়িতে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক । প্রচারের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানে তিনি প্রশ্ন তোলেন, "পার্থবাবু কি বোতলে দুধ খান ? আর দিদিমণি কি তাঁকে দুধ ফুটিয়ে দেন ? এত সরল ? চোর ধরা পড়লে নিজেকে এরকম ইনোসেন্স দেখায় । তার মানে পার্থবাবু শুধু চুরি করেছেন তা নয়, মুখ্যমন্ত্রী ওখান থেকে ভাগ নিয়েছেন । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর বলা উচিত ছিল, একটা অন্যায় হয়েছে । এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে ।"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী অনেক উপরে আছেন ওঁকে এত নিচে নেমে দুর্নীতিগ্রস্তদের হয়ে এত ওকালতি কেন করতে হচ্ছে ? কারণ, এই দুর্নীতিগ্রস্তদের টাকায় ওঁর ভাগ আছে, কালীঘাটের ভাগ আছে, ওঁর ভাইপোর ভাগ আছে, মানিক ভট্টাচার্য কে ? পোস্ট তো একটাই, বাকি সব ল্যাম্পপোস্ট । লিস্ট কোথা থেকে পাঠানো হয়েছিল এর জন্যই আমরা তদন্ত চাই ।"

পাশাপাশি অগ্নিপথ নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে ঠিকা কাজে পরিণত করতে চাইছে । পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদি । চার বছর প্রশিক্ষণ নেওয়ার পর সব বাইরে কাজ করতে চলে যাবে । না হলে বিজেপির পার্টি অফিসে দারোয়ানি করবে ।"

এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সেলিম

অন্যদিকে, কেন্দ্র বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার (Presidential Candidate Yashwant Sinha) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে পদত্যাগকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ কেন্দ্রের বিজেপি সরকার তাঁদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম না জানালেও বিরোধী সমস্ত দল একমত হয়ে তৃণমূল কংগ্রেসের যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেছিল । কিন্তু বামেদের তরফে শর্ত ছিল রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনও রাজনৈতিক দলের হলে চলবে না । সেই মতো মঙ্গলবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন যশবন্ত সিনহা । এরপর তাঁকেই বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয় । আর তাঁর ওই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

এদিন শিলিগুড়িতে দলীয় প্রচারের পর দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । তিনি বলেন, "যশবন্ত সিনহার তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসাকে স্বাগত জানাচ্ছি । তাঁকে সমর্থনের বিষয় নিয়ে দলের উচ্চ নেতৃত্বদের মধ্যে আলোচনার পরই তা জানানো হবে ।"

আরও পড়ুন :Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

ABOUT THE AUTHOR

...view details