শিলিগুড়ি, 23 এপ্রিল : বাজারহাট থেকে করোনা সংক্রমণ এড়াতে এবং বাজারগুলিতে স্বাস্থ্যবিধি কড়াভাবে লাগু করতে বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পৌরনিগমের । এবার থেকে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা নজরদারির জন্য নিয়োগ করা হবে ভলান্টিয়ার । পাশাপাশি মনিটরিং করবে পুলিশ ও স্বাস্থ্য দফতরের জয়েন্ট মনিটরিং টিম । শুক্রবার শিলিগুড়ির বাজার কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর, পুলিশ এবং শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ ।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভূষণ সিং, শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র-সহ অন্যান্যরা । এদিনের বৈঠকে করোনা সংক্রমণ এড়াতে বেশ কিছু প্রস্তাব শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন বাজার কমিটির সদস্যরা ।
বৈঠকের পর শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া বলেন, "বাজারে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে । বাজারে যাতে করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা হয় সেজন্য বাজার কমিটির তরফ থেকে ভলান্টিয়ার নিয়োগ করতে বলা হয়েছে । পাশাপাশি স্বাস্থ্য দফতর শিলিগুড়ি পৌরনিগম এবং পুলিশের একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছে, যারা শহরে বিভিন্ন বাজার গুলি পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা নজরদারি চালাবে ।"
শিলিগুড়ির বাজারে করোনাবিধির নজরদারিতে ভলান্টিয়ার ও জয়েন্ট মনিটরিং টিম পাশাপাশি তিনি জানান, প্রতিটি বাজারে এখন থেকে নির্দিষ্টভাবে ঢোকার এবং বেরোনোর পথ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । এতে মাস্ক ছাড়া বাজারে কারা প্রবেশ করছে এবং করছে না তা ভালোভাবে লক্ষ্য করা যাবে । শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র বলেন, "বাজারে যাতে স্বাস্থ্যবিধি করা ভাবে লাভ করা হয় সে বিষয়টির জন্য আমরা স্বাস্থ্য দফতর এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব । জেলা প্রশাসন এবং শিলিগুড়ি পৌরনিগমের পাশাপাশি স্যানিটাইজেশন এর জন্য বাজার কমিটিও এগিয়ে আসবে । তবে পরবর্তীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে বেশকিছু ঘিঞ্জি বাজারকে খোলা জায়গায় স্থানান্তরিত করার প্রস্তাব আমরা কর্তৃপক্ষকে দিয়েছি ।"
আরও পড়ুন :বারুইপুরের সংশোধনাগারে বন্দিদের দেওয়া হলো করোনা ভ্যাকসিন
শিলিগুড়ি পৌরনিগমের অধীনে 33 টি বড়বাজার এবং 22 খুচরো বাজার রয়েছে । পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের তরফে বাজারগুলিতে স্যানিটাইজেশনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে । শিলিগুড়ি পুলিশ কমিশনারেট স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে চারটি জয়েন্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে । প্রতিটি টিমে চারজন করে সদস্য থাকবে বলে জানা গিয়েছে । যারা প্রতিদিন শহরে বিভিন্ন বাজার পরিদর্শন করে করোনার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সে বিষয়ে নজরদারি চালাবে ।