শিলিগুড়ি, 9 মে : লকডাউন পর্বেও আড়ম্বরে পালিত হল প্রথম বিবাহবার্ষিকী । তবে লোক দেখানো নয় । সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগরের বাসিন্দা অরূপ দাস ও প্রিয়াঙ্কা দাস । লকডাউনে সামাজিক দূরত্বের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে দৃষ্টিহীন পড়ুয়াদের খাওয়ানোর ব্যবস্থা করলেন এই দম্পতি ৷ মেনুতে ছিল ভাত, মাংস, পটল চিংড়ি, স্যালাড, চাটনি, দই, মিষ্টি ।
লকডাউনে দৃষ্টিহীন পড়ুয়াদের খাইয়ে প্রথম বিবাহবার্ষিকী পালন দম্পতির - Couple celebrated first wedding anniversary
লকডাউন পর্বে বিবাহবার্ষিকী পালন করার বিষয়ে শুরুতেই চিন্তা ভাবনা ছিল দাস দম্পতির । সেই মতো ওই দম্পতি বিধাননগর সোশাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের সঙ্গে যোগাযোগ করেন ।
লকডাউন পর্বে বিবাহবার্ষিকী পালন করার বিষয়ে শুরুতেই চিন্তা ভাবনা ছিল দাস দম্পতির । সেই মতো ওই দম্পতি বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের সঙ্গে যোগাযোগ করেন । এরপরেই বিধাননগরের একটি দৃষ্টিহীন পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন । এরপর ধূমধাম করে পালন করা হয় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান । পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও খাওয়ানো হয় ।
দাস দম্পতি বলেন, " পরিবারের সকলের একই ইচ্ছে ছিল । সেকারণে এই কঠিন পরিস্থিতিতে দৃষ্টিহীন পড়ুয়াদের একদিনের খাওয়ানোর ব্যবস্থা করা হল । আমরা ওদের পাশে দাঁড়াতে পেরে খুশি । আগামীতেও এভাবে ওদের পাশে দাঁড়ানোর প্রয়াস থাকবে ।
TAGGED:
lockdown at siliguri