পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Drug Arrest: শিলিগুড়িতে 52 লাখ টাকার মাদক-সহ দম্পতি গ্রেফতার - Sikkim

পঞ্চাশ লাখ টাকার বেশি মূল্যের মাদক সহ গ্রেফতার সিকিমের বাসিন্দা এক দম্পতি ৷ শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ তাদের শনিবার রাতে গ্রেফতার করেছে ৷ দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে থেকে এই মাদক বেচার কাজ করছিল তারা ৷

couple-arrest-with-52-lakh-rupees-drug-in-siliguri
শিলিগুড়িতে 52 লাখ টাকার মাদক সহ গ্রেফতার দম্পতি

By

Published : Oct 3, 2021, 6:02 PM IST

শিলিগুড়ি, 3 অক্টোবর : প্রায় 52 লাখ টাকার মাদক সহ ভিন রাজ্যের এক দম্পতিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ ৷ সূত্রের খবর, সিকিমের বাসিন্দা ওই দম্পতি বেশ কয়েক মাস ধরে শিলিগুড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ৷ অভিযোগ, ওই ভাড়া বাড়ি থেকে মাদক কারবার চালাচ্ছিল তারা ৷ পুলিশের চোখকে ফাঁকি দিতে মাঝেমধ্যে বাড়ি পরিবর্তন করত ওই দু’জন ৷ শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার হওয়া দম্পতির নাম রামজিপ্রসাদ ভগত এবং তাঁর স্ত্রী অরুণা রাই ৷

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরে এই দম্পতিকে গ্রেফতার করার চেষ্টা করেছিল ৷ কিন্তু, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে প্রায় বাড়ি পরিবর্তন করত তারা ৷ এর আগে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় ছিল ৷ সম্প্রতি সেখান থেকেও পালিয়ে যায় দম্পতি ৷ যার জেরে রামজি প্রসাদ ভগত এবং অরুণা রাইকে বাগে পাচ্ছিল না পুলিশ ৷ অবশেষে শনিবার রাতে গোপন সূত্রে খবর পায় শিলিগুড়ি পৌরনিগমের 42নং ওয়ার্ডের সালুগাড়া পাইপলাইন এলাকায় ভাড়া রয়েছে মাদককারবারী ওই দম্পতি ৷

আরও পড়ুন : Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি পূর্ব সিকিমের সিংথামের লালবাজার এলাকার বাসিন্দা ৷ তাদের শিলিগুড়ির বাড়িতে অভিযান চালিয়ে দুই প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ ৷ প্যাকেটগুলির প্রতিটিতে প্রায় 263 গ্রাম ব্রাউন সুগার ছিল বলে জানা গিয়েছে ৷ যার বর্তমান বাজার মূল্য প্রায় 52 লাখ টাকা ৷ ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে মাদক নিয়ে সিকিমের বিভিন্ন জায়গায় বিক্রি করত তারা ৷ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, ‘‘ওই দম্পতি বেশ কয়েকমাস ধরেই শিলিগুড়িতে মাদকের ব্যবসা চালাত ৷ মাদক কোথা থেকে আনা হত, কীভাবে পাচার হত তা খতিয়ে দেখা হচ্ছে ৷’’

আরও পড়ুন : Narcotics Control Bureau : মাঝসমুদ্রে ক্রুজে হানা এনসিবি'র, বলিউড সুপারস্টারের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ

ABOUT THE AUTHOR

...view details