পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিবাহ বার্ষিকীতে 700 দুস্থকে খাওয়ালেন শিলিগুড়ির দম্পতি - বিবাহবার্ষিকী

শিলিগুড়ির নেতাজি পাড়ার বাসিন্দা সুজিত সরকার ও শ্রীদেবী সরকার। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। ইচ্ছা ছিল এবার ঘটা করে পালন করবেন দাম্পত্যের দ্বিতীয় বর্ষ পুর্তি। কিন্তু বাধ সাধল কোরোনা।

siliguri
শিলিগুড়ি

By

Published : May 6, 2020, 8:02 PM IST

শিলিগুড়ি,6 মে: ঠিক ছিল ঘটা করে আয়োজন হবে বিবাহবার্ষিকী। নিমন্ত্রিতের তালিকাও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ কোরোনা পরিস্থিতিতে বাতিল হয় আয়োজন। ওই দম্পতি ঠিক করেন দুস্থদের খাইয়ে বিবাহবার্ষিকী পালন করবেন ৷ আজ এলাকায় প্রায় 700 জনকে পেটপুরে খাওয়ান তাঁরা ৷

শিলিগুড়ির নেতাজি পাড়ার বাসিন্দা সুজিত সরকার ও শ্রীদেবী সরকার। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। ইচ্ছা ছিল এবারও ঘটা করে পালন করবেন দাম্পত্যের দ্বিতীয় বর্ষ পূর্তি। কিন্তু বাধ সাধল কোরোনা। আত্মীয়দের জানিয়ে দেওয়া হয় এবার আর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না।

মন খারাপের মাঝেই মাথায় ভাবনা আসে, কোরোনা পরিস্থিতিতে দুস্থ বাসিন্দাদের খাইয়ে দিনটি পালন করার। সেইমতো আজ বুধবার বাড়ির কাছে পাইপলাইনে 700 জন মানুষের খাওয়ার ব্যবস্থা করেন দম্পতি। খাবার পরিবেশনে এগিয়ে আসেন স্থানীয়রাও। মেনুতে ছিল, ভাত, সয়াবিন, ডিম এবং শেষপাতে রসগোল্লা।

ABOUT THE AUTHOR

...view details