শিলিগুড়ি, 25 জুন : সরষের তেলেই নাকি হবে কোরোনামুক্তি । এমনই টোটকা দিয়েছিল শিলিগুড়ি পুলিশ । নাকে সরষের তেল লাগালে নাকি ভাইরাসের মোকাবিলা করা যাচ্ছে । সোশাল মিডিয়ায় এমনই জানিয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । তবে এ-ধরনের টোটকার কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে 22 জুন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় । তাতে বলা হচ্ছে, এই টোটকা কোরোনা মোকাবিলায় যথেষ্ট কার্যকর হতে পারে । ইয়ারবাড দিয়ে নাকে সরষের তেল দেওয়া, সরষের তেল দিয়ে মাখা আলুসেদ্ধ এবং সরষের তেল দিয়ে মেখে মুড়ি, স্যালাড খাওয়া, গরম লেবু জল এবং হলুদ মিশ্রিত দুধ খেলে কোরোনার সংক্রমণ থেকে দূরে থাকা যাবে ।
এই পোস্টটিই শেয়ার করা হয়েছিল শিলিগুড়ি পুলিশের তরফে উদাহরণ হিসেবে এক পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রী ছাড়াও, এক ASI এবং CID-র এক আধিকারিক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক ডেপুটি কমিশনারের উল্লেখ করে জানানো হয়েছে, এঁদের মধ্যে কেউ আক্রান্ত অথবা উপসর্গ নিয়ে ভুগছিলেন । এই টোটকায় তাঁরা সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করা হচ্ছে । এই পদ্ধতি কেউ ব্যবহার করলে তাঁদের অভিজ্ঞতাও জানতে চাওয়া হয়েছে ওই পোস্টের মাধ্যমে ।
তবে এই টোটকা মানতে নারাজ চিকিৎসকরা । তাঁদের দাবি, গো-মূত্র ব্যবহারে রোগ সাড়ে বলেও কেউ কেউ প্রচার করেছেন । আসলে এসবের কোনও বাস্তব ভিত্তি নেই । উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত OSD সুশান্ত রায় বলেন, "আমিও শুনেছি এরকম একটি পোস্ট সরকারি একটি দপ্তরের তরফে করা হয়েছে । আমি জেলাশাসককে বলেছি ওই পোস্ট সরিয়ে নিতে । নাহলে সরকারি স্তর থেকেই জনমানসে ভুল বার্তা যাবে । যা বলা হয়েছে ওই পোস্টে, তার কোনও ভিত্তিই নেই, এটুকু বলতে পারি ।"
কী বলছেন OSD সুশান্ত রায় ? এদিকে এনিয়ে প্রশ্ন করতে পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ-বিষয়ে কথা বলতে চাননি । বলেন, "পরে ফোন করুন ।"