পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা মোকাবিলায় ভিড় এড়াতে বাতিল রামনবমীর শোভাযাত্রা

কোরোনা আতঙ্কের জেরে রামনবমী উপলক্ষ্যে শিলিগুড়িতে বাতিল শোভাযাত্রা ৷

ছবি
ছবি

By

Published : Mar 20, 2020, 7:19 PM IST

শিলিগুড়ি , 20 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বাতিল রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ৷ জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত রামনবমী মহোৎসব সমিতির৷ যদিও রামনবমী উপলক্ষে 16 দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে ৷

প্রতি বছরের মতো এবারও রামনবমীর জন্য শোভাযাত্রা আয়োজন হয়েছিল শিলিগুড়িতে ৷ সেই মতো 2 এপ্রিল শহরের জলপাইমোড় সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরুর কথা ছিল ৷ সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে লক্ষাধিক মানুষের সমাগমের কথা ৷ তবে কোরোনা আতঙ্কের জেরে আপাতত তা বাতিল করা হল ৷ উদ্যোক্তারা জানান, এই শোভাযাত্রায় বিশাল জনসমাগম হওয়ার কথা ছিল৷ সেই কারণেই বাতিল করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে সমিতির সভাপতি কৃষ্ণেন্দু দে বলেন, জমায়েত এড়াতে পূর্বপরিকল্পিত শোভাযাত্রা বাতিল হয়েছে শুধুমাত্র ৷ তবে রামনবমী উপলক্ষ্যে জনজাগরণ কর্মসূচি পালন করা হবে শহর জুড়ে । শহরজুড়ে পতাকা লাগানো হবে ৷ বাড়ি-বাড়িতে পালন হবে রামনবমী ৷ লক্ষ্য রাখা হচ্ছে যাতে এই সময়ে ছোটো ছোটো বা এলাকাভিত্তিক কোনও শোভাযাত্রা আয়োজন করা না হয় ৷

ABOUT THE AUTHOR

...view details