শিলিগুড়ি, 6 জানুয়ারি : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের স্পেশাল অন ডিউটি অফিসার সুশান্ত রায় ৷ তাঁর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, চিকিৎসক কল্যাণ খাঁ ও সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ের পাঁচ কর্মীও করোনা আক্রান্ত ৷ আর এতেই চিন্তায় স্বাস্থ্য বিভাগ (nbmc covid update) ৷
বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন সুশান্ত রায় ও ইন্দ্রজিৎ সাহা । এরপর দু‘জনেই নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । সুশান্ত রায়ের উচ্চ রক্তচাপ, সুগার-সহ কো-মর্বিডিটি ও আনুষাঙ্গিক রোগ থাকায় তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 67 জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ৷
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসক, পড়ুয়া ও নার্স-সহ 25 জন করোনা আক্রান্ত হন । এরপর রাতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ 40 জনের লালারসের নমুনা ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) পাঠালে তার মধ্যে 28 জন পড়ুয়া ও চার ফ্যাকাল্টির রিপোর্ট পজিটিভ আসে । তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।