শিলিগুড়ি, 26 মে : শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত যুবতি । আজ সকালে ওই কন্যা সন্তানের জন্ম দেন তিনি ।
শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত যুবতি জন্ম দিলেন সুস্থ শিশুর - শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত যুবতি জন্ম দিলেন সুস্থ শিশুর
মেডিকেল কলেজ সুত্রে জানানো হয়েছে, কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন ওই অন্তঃসত্ত্বা ৷ এরপর অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ছিলেন তিনি । গত সোমবার তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ।
মেডিকেল কলেজ সুত্রে জানানো হয়েছে, কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন ওই অন্তঃসত্ত্বা ৷ এরপর অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ছিলেন তিনি । গত সোমবার তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । তবে, আপাতত সম্পূর্ণ সুস্থ আছে ওই শিশু কন্যা ।
মেডিকেল কলেজ হাসপাতালের সুপার বলেন, " ঝুঁকি নিয়েই আমরা প্রসব করিয়েছি । কোরোনা মানেই ধবংস বা মৃত্যু নয় । বহু মানুষ সুস্থ হচ্ছেন । এই যুবতি হাতিঘিষায় কোয়ারানটিন সেন্টারে ছিলেন । অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজের আইসোলেশনে ভরতি হন তিনি । সন্তান প্রসবের সময় আসন্ন ছিল বলে আমরা তাঁকে ফিরিয়ে দিইনি । আজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই যুবতি । ওই সন্তানের সোয়াব টেস্ট করানো হয়েছে । শিশুটি সম্পূর্ণ কোরোনামুক্ত । "
TAGGED:
nbmc