শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : ভাইরাল অডিয়ো ক্লিপে নাম জড়িয়েছে শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপকের । ছাত্রীর লিখিত অভিযোগের বয়ানের ভিত্তিতে পুলিশের দ্বারস্থ হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । এরপরেই ওই অধ্যাপককে শোকজ় করে কলেজ কতৃপক্ষ । শুক্রবার তাঁকে শোকজ় করা হয় । এরপর থেকেই লাগাতার পিওন বুক মারফৎ শোকজ় নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয় কলেজ কতৃপক্ষের তরফে ৷ যদিও প্রতিক্ষেত্রেই অধ্যাপকের অনুপস্থিতির জেরে ফিরতে হয় কলেজের কর্মীদের । মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ।
ভাইরাল অডিয়ো ক্লিপ ইশুতে চলতি মাসের 14 তারিখ পরিচালন সমিতির বৈঠকে বসে কলেজ কতৃপক্ষ । বৈঠকে সিদ্ধান্ত হয় তদন্ত চলাকালে ওই অধ্যাপককে সমস্ত দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে । একইসঙ্গে শোকজ়ের সিদ্ধান্তও হয় সেই বৈঠকে । এরপরেই 18 সেপ্টেম্বর ওই অধ্যাপককে শোকজ় করা হয় । প্রথমে ই-মেল মারফৎ শোকজ় নোটিস পাঠানো হয় ওই অধ্যাপককে । পাশাপাশি শনিবার সকালেই স্পীড পোস্ট মারফৎ শোকজ় নোটিস পাঠানো হয় অধ্যাপকের বাড়ির ঠিকানায় । অন্যদিকে, পিওন বুক মারফৎ শোকজ় নোটিস পাঠানো হয়। যদিও এখনও অবধি পিওন বুক মারফৎ পাঠানো সেই শোকজ় নোটিস অধ্যাপকের হাতে পৌঁছায়নি।
আজ বিকেল সাড়ে চারটা নাগাদ বৃষ্টি উপেক্ষা করে কলেজের চার মহিলাকর্মী ওই অধ্যাপকের বাড়ি যান । সেখানে পৌঁছে অধ্যাপকের খোঁজ করতেই জানতে পারেন অধ্যাপক বাড়িতে নেই ৷ কখন ফিরবেন তা স্পষ্ট নয় । এরপরেই ফিরে যান তারা ।