শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে জয়ী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meets New Councilors) ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করায় জয়ী কাউন্সিলরদের শুভেচ্ছা জানালেন তিনি (CM Congratulates New Councillors of Siliguri) ৷ সেই সঙ্গে কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শিলিগুড়ি শহরের উন্নয়নের একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার উত্তরবঙ্গে রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যায় শিলিগুড়ি পুরৌনিগমের ভোটে জয়ী 37 জন কাউন্সিলরের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷
জয়ী কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ এবং চেয়ারম্যান অলক চক্রবর্তী । সাক্ষাতের প্রথমেই জয়ী কাউন্সিলরদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় করেন তিনি ৷ এর পর শহরকে কীভাবে উন্নয়নের নিরিখে সাজিয়ে তোলা যায় ? আর সেই উন্নয়নের রূপরেখা কী হবে ? সেই নিয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনাও করেন ৷
আরও পড়ুন : New Mayor of Siliguri : তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার