পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CM Meets New Councillors : শিলিগুড়িতে জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী - CM Meets New Councillors

শিলিগুড়ির জয়ী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে দেখা করলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meets New Councilors) ৷ তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি (CM Congratulates New Councillors of Siliguri) ৷ সেই সঙ্গে আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগমে এলাকার উন্নয়নের কাজ করবেন তাঁরা, তার একটি রূপরেখা তৈরি করে দিয়েছেন মমতা ৷

CM Meets New Councilors of Siliguri and Congratulates Them
CM Meets New Councilors of Siliguri and Congratulates Them

By

Published : Feb 15, 2022, 4:01 PM IST

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে জয়ী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meets New Councilors) ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করায় জয়ী কাউন্সিলরদের শুভেচ্ছা জানালেন তিনি (CM Congratulates New Councillors of Siliguri) ৷ সেই সঙ্গে কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শিলিগুড়ি শহরের উন্নয়নের একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার উত্তরবঙ্গে রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যায় শিলিগুড়ি পুরৌনিগমের ভোটে জয়ী 37 জন কাউন্সিলরের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷

জয়ী কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ এবং চেয়ারম্যান অলক চক্রবর্তী । সাক্ষাতের প্রথমেই জয়ী কাউন্সিলরদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় করেন তিনি ৷ এর পর শহরকে কীভাবে উন্নয়নের নিরিখে সাজিয়ে তোলা যায় ? আর সেই উন্নয়নের রূপরেখা কী হবে ? সেই নিয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনাও করেন ৷

শিলিগুড়িতে জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : New Mayor of Siliguri : তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার

বোর্ড গঠন হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যাতে অভাব অভিযোগ জানাতে পারেন ৷ সেই জন্য একটি মনিটরিং সেল এবং একটি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সেল তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ভাবী মেয়র গৌতম দেবকে এর মূল দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী জয়ী কাউন্সিলরদের পরামর্শ হিসেবে জানিয়েছেন, ‘‘আরও নম্র হয়ে মানুষের জন্য কাজ করতে হবে ৷ সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে ৷ সাধারণ মানুষ যাতে অভাব অভিযোগ জানাতে পারে ৷ সেই জন্য একটি মনিটরিং সেল তৈরি করতে হবে ৷ কোনও অভিযোগ আসলে আমাকে সরাসরি জানাবে ৷’’

আরও পড়ুন : SMC Election Result 2022 : বিরোধীদের প্রত্যাখান, শিলিগুড়িতে উল্লাসে মাতল ঘাসফুল শিবির

গৌতম দেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ৷ তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ শহরকে কী করে প্রাণবন্ত এবং আরও উন্নয়ন করতে হবে ? তার একটি সংক্ষিপ্ত নির্যাস মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই মতো আমরা কাজ করব ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details