শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit North Bengal) । সোমবার চার পৌরনিগমের ভোট গণনার মাঝেই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । থাকবেন বৃহস্পতিবার অবধি ৷ তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ।
সোমবার বিকেল নাগাদ কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী । এরপর শিলিগুড়িতে রাত্রিবাস করবেন । তার জন্য উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা এবং সুকনার বন বাংলো প্রস্তুত রাখা হয়েছে । পরের দিন 15 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তাঁর সড়কপথে কোচবিহার যাওয়ার কথা রয়েছে । 16 ফেব্রুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক ও চিলা রায়ের জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী । সেদিনই সড়কপথে শিলিগুড়ি ফিরবেন । সেদিন রাত উত্তরকন্যায় কাটিয়ে 17 তারিখ ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ।