দার্জিলিং, ১৩ জুলাই : প্রায় তিন ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে কলকাতা থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান ও আদিকবি ভানুভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে পাহাড় সফরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে যান মুখ্যমন্ত্রীও। সেই সময় রাজভবনে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Mamata meets Dhankhar and Assam CM)। রাজ্যপাল ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টানা প্রায় তিন ঘন্টা বৈঠক চলে মুখ্যমন্ত্রীর ৷
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনখড় ৷ সাম্প্রতিক সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন রাজ্যপাল ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি ৷ এমতাবস্থায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।