পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CM Mamata Banerjee: ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী, শিখিয়ে দিলেন আলুমাখার রেসিপিও ! দেখুন ভিডিয়ো

চার দিনের পাহাড় সফরে সোমবারই দার্জিলিং পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তাঁর এই সফরের দ্বিতীয় দিনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জনসংযোগ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee in Darjeeling)।

Mamata Banerjee in hill
পাহাড়ের রাস্তায় ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী

By

Published : Jul 12, 2022, 3:54 PM IST

Updated : Jul 12, 2022, 5:50 PM IST

দার্জিলিং,12 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ ক্ষমতা যে কোনও প্রতিপক্ষ রাজনৈতিক নেতার কাছে ঈর্ষার বিষয় হতে পারে ৷ রাজনৈতিক মহলের মতে, বিরোধী নেত্রী থাকার সময় তো বটেই পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও বারবার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন মমতা ৷ তাঁদের মাঝে বসে শুনেছেন সমস্যার কথা ৷ কখনও বা রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে বানিয়ে ফেলেছেন চা ! কখনও বা মোমো ৷ এসব ক্ষেত্রে সাধারণত প্রটোকল, নিরাপত্তা বলয়ের তোয়াক্কা করেন না মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতি পাহাড় সফরে ফের একবার ধরা পড়ল এরকমই এক দৃশ্য ৷ এবার ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee makes Fuchka in Darjeeling Hill) ৷

চার দিনের পাহাড় সফরে সোমবারই দার্জিলিং পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তাঁর এই সফরের দ্বিতীয় দিনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জনসংযোগ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । জিটিএ'র নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে রিচমন্ড হিলে ফেরার সময় আচমকাই একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দোকান দেখে থেমে যান মুখ্যমন্ত্রী । দোকানটি দেখে চিনতে পারেন মমতা ।

পাহাড়ের রাস্তায় ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : ধান্দাবাজদের পাহাড়ে অশান্তি করতে দেবেন না, পাহাড়বাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

তিন মাস আগে গত 2 এপ্রিল পাহাড় সফরে গিয়ে জলাপাহাড় এলাকায় কিছু মহিলাদের মোমো বানিয়ে বিক্রি করতে দেখেছিলেন মুখ্যমন্ত্রী । সেদিন নিজের হাতে মোমোও তৈরি করেছিলেন তিনি । ওই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে তাঁদের জন্য একটি স্থায়ী পাকা দোকান তৈরি করার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক এস পুন্নমবলমকে । এদিন জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে সেই দোকানটি দেখে চিনতে পারেন মুখ্যমন্ত্রী । দ্রুত ওই মহিলাদের স্থায়ী পাকা দোকান তৈরি হয়ে যাওয়ায় খুশি প্রকাশ করেন তিনি । এরপরেই ওই দোকানে দাঁড়িয়েই নিজে হাতে ফুচকা বানাতে শুরু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । ফুচকা বানিয়ে বাংলাদেশের পর্যটক ও ছোট বাচ্চাদেরও খাওয়ান মুখ্যমন্ত্রী । তবে শুধু ফুচকা বানানোই নয়, ফুচকার জন্য আলুসেদ্ধ মাখা তৈরি করার রেসিপিও ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাতলে দেন তিনি ।

Last Updated : Jul 12, 2022, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details