পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আতঙ্ক : ঘণ্টাখানেক বন্ধ ভারত-ভুটান সীমান্ত

ভারত-ভুটানের সমস্ত প্রবেশদ্বার ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল । তারপর আলোচনার ভিত্তিতে সীমান্তবর্তী সমস্ত গেট খুলে দেওয়া হয় ।

close the bhutan gate
বন্ধ ভারত-ভুটান সীমান্ত

By

Published : Mar 14, 2020, 9:14 AM IST

আলিপুরদুয়ার, 14 মার্চ : কোরোনার আতঙ্কের জেরে ভারত-ভুটানের সমস্ত প্রবেশপথ বন্ধ । তবে ফের এক ঘণ্টার মধ্যে খুলে দেওয়া হয় সীমান্তবর্তী সমস্ত গেট ।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে ভারত-ভুটান সীমান্তবর্তী সমস্ত গেট বন্ধ করার নির্দেশ আসে । নির্দেশের জেরে জয়গাঁর SDPO লোবসাঙ ছিরিং ভুটিয়া এবং জয়গাঁ থানার OC দীপঙ্কর সাহা সীমান্তের BSF জওয়ানদের নিয়ে ভারত-ভুটান প্রবেশের সমস্ত গেট কার্যত সিল করে দেয় ।

ভারত-ভুটানের সমস্ত প্রবেশদ্বার ঘণ্টাখানেকের জন্য বন্ধ

গেট বন্ধের কারণে দুই দেশের নাগরিক আটকে পড়ে । বন্ধ হয়ে যায় সমস্ত যানবাহন পরিষেবা । এর জেরে আটকে পড়া যাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয় । আলোচনার ভিত্তিতে ঘণ্টা খানেকের মধ্যে ফের ভারত-ভুটানের সমস্ত প্রবেশ পথ খুলে দেওয়া হয় ।

এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "বন্ধের নির্দেশ আসার পর আলোচনার ভিত্তিতে দুই দেশের প্রবেশদ্বার ফের খুলে দেওয়া হয়েছিল । কিন্তু ভারতে প্রবেশকারী ভুটান নাগরিকদের সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে । আপাতত এই নির্দেশিকা জারি থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details