শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠন । পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে তারা নামে । আজ সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে সাফাই কর্মচারীদের যৌথ মঞ্চ উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠনের সদস্যরা । এদিন শিলিগুড়ি পুরনিগমের সামনেও আবর্জনার ভ্যাট উলটে দিতে দেখা যায় ।
একাধিক দাবি জানিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে বিক্ষোভকারীরা একত্রিত হন । দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ, স্বাস্থ্য সুরক্ষা । আজ বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পৌরনিগম পর্যন্ত চলে । বিক্ষোভকারীরা পৌরনিগমের কার্যালয়ের সামনেই আসতেই গেটের সামনে আবর্জনার গাড়ি উলটে ময়লা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে । এছাড়া শহরের বিভিন্ন প্রান্তের ময়লা ফেলার গাড়ি ও ভ্যাট উলটে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় ।