শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : ‘‘বাড়িতে ভাই আসলেই উৎসব লেগে যেত । গান-বাজনা, খাওয়াদাওয়া আর ঘুরে বেড়াতেই সময় কেটে যেত । পাহাড় আর জঙ্গলের প্রতি আজব টান ছিল ভাইয়ের ।’’ বলতে বলতেই ডুকরে কেঁদে উঠছেন বাপ্পি লাহিড়ীর ভাই ভবতোষ চৌধুরী । বুধবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন ডিস্কো কিং (Veteran Singer Composer Bappi Lahiri Passes Away) । তারপরেই শোকের ছায়া নেমে আসে চৌধুরী পরিবারে ।
শিলিগুড়িতে দু'বছর বয়স থেকে আসা-যাওয়া ছিল বাপ্পি লাহিড়ীর । কলেজ পাড়ার কোর্ট মোড়ে থাকতেন মেসো আশুতোষ চৌধুরী ও মাসি শঙ্করী চৌধুরী । গোটা বাড়ি জুড়েই রয়েছে কিংবদন্তীর স্মৃতি । এদিন তাঁর মারা যাওয়ার খবর মিলতেই আকাশ ভেঙে পরে গোটা বাড়িতে । দাদা ভবতোষ চৌধুরী, বাপ্পি লাহিড়ী একসঙ্গেই ওই বাড়িতে বেড়ে উঠেছেন । পরে সেখান থেকে কলকাতা মায়ানগরীতে পাড়ি দেন বাপ্পি লাহিড়ী । কিন্তু শেষদিন পর্যন্ত ছোটবেলার শহরের সঙ্গে তাঁর টান অটুট ছিল ৷ ব্যস্ততার মধ্যেও বছরে অন্তত চার-পাঁচবার আসতেন মাসির বাড়ি । শেষবার গিয়েছিলেন 2017 সালে । শুধু তাই নয়, 2016 সালে শেষ লাইভ শো করেছিলেন শিলিগুড়ির উত্তরবঙ্গ উৎসবের মঞ্চেই গেয়েছিলেন তিনি ।