দার্জিলিং, 19 অক্টোবর: মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরের মাঝেই আচমকা খড়িবাড়ি ব্লকের বাতাসিতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা পরিদর্শনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) ৷ সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla Center) কেন্দ্রে শিলিগুড়ি মহকুমার স্কুলগুলির জন্য ইউনিফর্ম তৈরি করছেন ৷ সেই কাজই খতিয়ে দেখতে যান মুখ্যসচিব ৷ তবে, তাঁর এই আচমকা পরিদর্শনের নেপথ্যে রয়েছে সরকারের কাছে দায়ের হওয়া বেশ কিছু অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই পরিদর্শনে যান মুখ্যসচিব ৷
4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার স্কুলগুলি ইউনিফর্ম বিতরণ ঠিক মতো করা হচ্ছে না বলে অভিযোগ পেয়েছিলেন মুখ্যসচিব ৷ পাশাপাশি, বছর ঘুরতে চললেও দু’টি সেটের বদলে এক সেট পোশাক দেওয়া হয়েছে অনেক স্কুলে ৷ তাও অধিকাংশ ক্ষেত্রে ইউনিফর্মের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী ইউনিফর্মের মাপও ঠিক নেই ৷ কোনও পড়ুয়া বড় মাপের তো কেউ আকারের থেকে ছোট ইউনিফর্ম পেয়েছে বলে অভিযোগ ছিল ৷