শিলিগুড়ি, 7 ডিসেম্বর : বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি । কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। নাম উলেন রায়। যদিও পুলিশের লাঠিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তাতি উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন বলে খবর। যুব মোর্চার অভিযান ঘিরে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি বাজার ও তিনবাত্তি মোড় এলাকায়। পুলিশের বিরুদ্ধে রাবার বুলেট ছোড়ার অভিযোগ ওঠে। পালটা পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের তরফেও ঢিল ও চকোলেট বোমা ছোড়া হয়।
দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত ৷ রাজ্যের এই অংশে শিল্পের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখানে শিল্প স্থাপনের কথা ভাবেনি ৷ রাজ্যের দ্বিতীয় প্রশাসনিক দপ্তর শিলিগুড়ির উত্তরকন্যায় কোনওরকম কাজ হচ্ছে না ৷ এমনকী উত্তরবঙ্গের মানুষ সেখানে কোনও সমস্যা নিয়ে গেলে, তার সমাধানের জন্য কোনও আধিকারিককে পাওয়া যায় না বলে অভিযোগ বিজেপির ৷ এইসব অভিযোগ তুলে আজ যুব মোর্চার তরফে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচিতে যোগ দেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, তেজস্বী সূর্যরা।
আরও পড়ুন : শিলিগুড়িতে মিছিল শুরুর আগে দিলীপকে বাধা পুলিশের
সকালে দু'দিক থেকে মিছিল বের হয়। একটি মিছিল রওনা দেয় ফুলবাড়ি বাজার থেকে ক্যানেল রোড হয়ে উত্তরকন্যার দিকে। অন্য একটি মিছিল বের হয় জলপাই মোড় থেকে তিনবাত্তি মোড় হয়েছে গন্তব্যের দিকে।