পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রেড জ়োনে উত্তরবঙ্গের চার জেলা, ফের পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বিহার থেকে যেসব গাড়ি আসছে তা জীবানুমুক্ত করা হচ্ছে কি না, সেগুলি কীভাবে আসছে, কারা আসছে, কেউ অসুস্থ থাকলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

ছবি
ছবি

By

Published : May 1, 2020, 5:20 PM IST

Updated : May 1, 2020, 9:17 PM IST

শিলিগুড়ি, 1 মে : আজ উত্তরবঙ্গে ফের পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল । আজ দুপুরে বিহার সীমান্ত এলাকা পরিদর্শন করে তারা । সেখান থেকে তারা নেপাল সীমান্ত এলাকা পরিদর্শনে যায় ৷ বিহার থেকে যেসব গাড়ি আসছে তা জীবানুমুক্ত করা হচ্ছে কি না, সেগুলি কীভাবে আসছে, কারা আসছে, কেউ অসুস্থ থাকলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও খতিয়ে দেখে তারা ।

প্রতিনিধি দলের তরফে বিনীত যোশী বলেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে এই এলাকা রেড জ়োনের আওতাভুক্ত । আমরা আগেও বলেছিলাম, রাজ্যের পরিস্থিতি আগের মতোই আছে । লকডাউন পালনে আরও কড়া হতে হবে রাজ্যকে ।" কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ তালিকায় উত্তরবঙ্গের চারটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদাকে রেড জ়োনের আওতায় ফেলা হয়েছে ।

কী বলছেন বিনীত যোশী?

লকডাউন চলার সময় বিভিন্ন এলাকায় অনেকেই রাস্তায় বের হচ্ছেন বলে মনে করছে দলটি । এই পরিস্থিতিতে পুলিশ কড়া পদক্ষেপ করছে না বলেই মনে করছে তারা । এই নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি গতকাল ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনকে ডেকে নিজেদের ক্ষোভের কথাও জানিয়েছিল তারা ।

Last Updated : May 1, 2020, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details