কলকাতা, 2 মে : ভারত নেপাল সীমান্ত বন্ধ, নাকি বন্ধ নয়? প্রশ্ন তুলল কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল পানিট্যাঙ্কি এলাকায় নেপাল সীমান্ত পরিদর্শন করার পর আজ প্রতিনিধি দলটি ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে। সেখানে প্রতিনিধি দলের সদস্য অশোক গাবাই বলেন, ''গতকাল আমরা নেপাল সীমান্তে গিয়ে দেখেছি পানিট্যাঙ্কিসীমান্ত বন্ধ করতে কেন্দ্রের নির্দেশ থাকলেও রাজ্যের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয় নি। শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতে সীমান্ত দিয়ে গত ৭ এপ্রিল থেকে গাড়ি চলাচল আটকে রাখা হয়েছে।'' এদিকে বিভ্রান্তির জেরে যোগবাণী সীমান্ত দিয়ে ঘুরপথে কিছু গাড়ি ঢুকছে। এ নিয়ে কাস্টমস এবং সীমান্তে যে বাহিনী পাহারা দিচ্ছে তারা রাজ্যকে কী করণীয় তা জানতে চেয়ে চিঠি দিলেও এখনও উত্তর মেলেনি।
10 জেলাই রেডজোনে, তালিকায় ভুল নেই জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল - কোরোনা আতঙ্ক
একাধিক বিষয় দেখেই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের রেড জ়োনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা সঠিক। কোথাও ভুল নেই।
siliguri
অন্যদিকে প্রতিনিধি দলের সদস্যরা জানান ফুলবাড়িতে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে তারা খুশি। বিএসএফ সেখানে স্বাস্থ্যবিধি মেনেই নানা পদক্ষেপ নিচ্ছে।