পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আইনজীবীদের কর্মবিরতির জেরে জামিনের শুনানি আটকে, বিক্ষোভ বন্দীদের - jail

আইনজীবীদের কর্মবিরতির জেরে বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত বন্দীরা । এই অবস্থায় আজ বিকেলে বিক্ষোভে ফেটে পড়ল বন্দীরা ।

By

Published : May 20, 2019, 11:55 PM IST

Updated : May 21, 2019, 12:01 AM IST

শিলিগুড়ি, 20 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে আদালতের কাজকর্ম একপ্রকার বন্ধ । ফলে বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত বন্দীরা । জামিনের আবেদনের শুনানি হচ্ছে না । এই অবস্থায় আজ বিকেলে বিক্ষোভে ফেটে পড়ল বন্দীরা । শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকআপের ভেতরেই ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । ঘটনায় আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে । পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন কোর্ট লকআপের পুলিশ কর্মীরা ।

হাওড়ায় আইনজীবীদের উপর হামলার ঘটনায় ওয়েস্টবেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক একটানা কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । আগামীকাল ফের বৈঠকে বসবেন ওয়েস্টবেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা । বৈঠকে সিদ্ধান্ত হবে কর্মবিরতি এখানেই শেষ না আগামীতেও চলবে । সেই ক্ষেত্রে বন্দীদের পরিবারের প্রশ্ন, আইনজীবীদের কর্মবিরতি পালনের জন্য তারা কেন সমস্যায় পড়বে । তাদের দাবি, বিষয়টি সরকারের দেখা উচিত ।

এই বিষয়ে এক বন্দীর স্ত্রী সাহিন বেগম বলেন, "আমার স্বামী বেশকিছুদিন ধরেই জেলে রয়েছেন । আজও তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল । আমার স্বামীর আইনজীবী বলেছেন জামিন হয়ে যাবে । টাকাও নিয়েছেন আইনজীবী । যদিও জামিন হয়নি । এভাবে বহুবার আমাদের থেকে টাকা নিলেও জামিন পাচ্ছে না আমার স্বামী ।" অপর এক বন্দীর স্ত্রী রুমা বিশ্বাস বলেন, "আমার স্বামী প্রায় এক মাস ধরে বন্দী । আইনজীবী বলেছিলেন আজ না কি তার জামিন হবে । টাকাও নিয়েছেন । যদিও কিছুই হল না ।"

এই বিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইউসুফ আলি বলেন, "আমরা আইনজীবীরাই বিচার চাইছি । আমাদেরই সুরক্ষা নেই । আমাদের বিষয়টি সকলের ভাবা উচিত । যারা বিচারপ্রার্থী তাদের প্রতি সমব্যথী আমরা । যদিও আমরাও বিচারের আশায় রয়েছি ।"

এদিকে, কোর্ট লকআপে থাকা বন্দীরা দাবি তোলে, তাদের জামিন না দেওয়া হলে তারা কোর্ট লকআপেই বসে থাকবে । অন্যত্র যাবে না । তারা দাবি করে, ম্যাজিস্ট্রেটকে এসে তাদের কথা বলতে হবে । এই দাবিতেই কোর্ট লকআপেই দিতে থাকে স্লোগান ।

Last Updated : May 21, 2019, 12:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details