পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bullet Head Recoverd in Siliguri: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ড থেকে উদ্ধার কার্তুজের খোল ও একাধিক আধার কার্ড - শিলিগুড়ির মেয়রের ওয়ার্ড থেকে উদ্ধার কার্তুজের খোল

শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হল কার্তুজের খোল (Bullet Head and Adhaar Card Recoverd in Siliguri Ward No 33) ৷ ওই ওয়ার্ড থেকেই একটি আবর্জনার ভ্যাটে পরিত্যক্ত অবস্থায় 25টি আধার কার্ড পাওয়া গিয়েছে ৷

bullet-head-and-adhaar-card-recoverd-in-siliguri-ward-no-33
bullet-head-and-adhaar-card-recoverd-in-siliguri-ward-no-33

By

Published : Jul 5, 2022, 6:33 PM IST

শিলিগুড়ি, 5 জুলাই: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার একাধিক আধার কার্ড ও কার্তুজের খোল। ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। এ দিন 33 নম্বর ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার করার সময় দু’টি আলাদ জায়গা থেকে ওই আধার কার্ড ও বন্দুকের গুলির খোল উদ্ধার হয় (Bullet Head and Adhaar Card Recoverd in Siliguri Ward No 33)। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা ওয়ার্ডে শোরগোল পরে যায় ও আতঙ্ক ছড়ায় ৷

এ দিন সকালে আবর্জনা তোলার ভ্যানে প্রথমে কার্তুজের খোল দেখতে পান পৌরকর্মীরা ৷ সাফাই কর্মীরা শিলিগুড়ি পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডে সাফাইয়ের কাজ করার সময় একটি ভ্যানে প্লাস্টিকের প্যাকেট দেখতে পান ৷ কৌতুহলবশত প্যাকেটটি খুলতেই কার্তুজের খোল দেখতে পাওয়া যায় ৷ সাফাই কর্মীরা তড়িঘড়ি প্যাকেট ওয়ার্ড অফিসে জমা করে দেন ৷ পরবর্তীতে ওয়ার্ড অফিসের কর্মীরা সেগুলি পুলিশের হাতে তুলে দেন ৷

তবে, এতগুলি কার্তুজের খোল কোথা থেকে এল, তা জানতে তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ ৷ ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিব দত্ত জানান, ‘‘প্রথমে সকলে ভেবেছিলাম তাজা কার্তুজ তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম ৷ তবে, পুলিশ এসে জানিয়েছে সেগুলি কার্তুজের খোল ৷ তবে, মেয়রের ওয়ার্ডে একসঙ্গে 15টি কার্তুজের খোল উদ্ধারে রীতিমতো চিন্তিত আমরা ৷’’

শিলিগুড়ির মেয়রের ওয়ার্ড থেকে উদ্ধার কার্তুজের খোল

আরও পড়ুন:Shootout at Dumdum: সাতসকালে দমদমে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন দমকল কর্মী

অন্যদিকে, প্রায় একই সময়ে 33নং ওয়ার্ডে একটি আস্তাকুঁড়ের মধ্যে থেকে একাধিক আধার কার্ড উদ্ধার হয় ৷ সাফাই কর্মীরা আবর্জনা তুলতে গিয়ে 25টি আধার কার্ড পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৷ 33 নম্বর ওয়ার্ডের বিদ্যাপীঠ রোডের ধারে আবর্জনার ভ্যাট থেকে মেলে আধার কার্ডগুলি ৷ পরবর্তী সময়ে ওয়ার্ড কার্যালয়ে আধার কার্ডগুলি জমা দেন সাফাইকর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details