শিলিগুড়ি, 11 জানুয়ারি : গোরু পাচারকাণ্ডে নাম উঠে এসেছে বিএসএফ আধিকারিক সতীশ কুমারের । আর তারপর থেকেই পরই সতর্ক বিএসএফ । আর কোনও জওয়ান বা আধিকারিক যাতে এসব ঘটনায় জড়িয়ে না পড়ে বা কেউ জড়িয়ে রয়েছে তা দেখতে কড়া নজরদারি রাখা হচ্ছে । যদি ওই ধরনের ঘটনায় বিএসএফের কারও নাম জড়ায় তবে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষী হলে কোর্ট মার্শাল পর্যন্ত হতে পারে । সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজির পদে যোগ দিয়ে একথা জানান সুনীল কুমার ।
বিএসএফ-এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিএসএফ-এর হেড কোয়ার্টারের পাশাপাশি তাঁরাও প্রত্যেক জওয়ান এবং আধিকারিকদের উপর নজর রাখছেন । কোথাও খামতি পেলেই পদক্ষেপ করা হচ্ছে । গোরুপাচারের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ মিললেই কড়া পদক্ষেপ করা হবে।