শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর: শিলিগুড়ির ডাঙ্গিপাড়া ও মাটিগাড়ায় দু’টি অভিযানে দেড় কোটি টাকার মাদক এবং আগ্নেয়াস্ত্র-সহ (Fire Arms) মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে দু’টি অভিযান চালায় শিলিগুড়ি ও মাটিগাড়া থানার পুলিশ (Siliguri Police Raid) ৷ শিলিগুড়ির অভিযানে একটি দেশি পিস্তল ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করা হয় (Fire Arms Recovered in Siliguri) ৷ অন্যদিকে, মাটিগাড়া থানার পুলিশ ৷ 300 গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar), লক্ষাধিক টাকা নগদ-সহ 3 জনকে গ্রেফতার করেছে ৷
শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর, গতকাল রাতে সূত্র মারফত খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ খাপরাইল মোড়ে অভিযান চালায় ৷ যে অভিযানে 3 যুবককে আটক করে তল্লাশি চালাতেই 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ সেই সঙ্গে নগদ 7 লক্ষ 45 হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হল, মালদার বাসিন্দা বিশাল মণ্ডল, বসয় 19 বছর ৷ ডালখোলার মানিক মণ্ডল, বয়স 27 বছর এবং মনলালা বয়স 30 বছর ৷ ধৃতদের থেকে একটি পিক-আপ ভ্যানও উদ্ধার করেছে পুলিশ ৷