শিলিগুড়ি, 4 জানুয়ারি : সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে করোনা-বিধির দফারফা ৷ অভিযোগের তীর শাসকদলের দিকে। সোমবার মনোনয়ন জমার শেষদিনে এবং মঙ্গলবার সকালে শাসকদলের প্রার্থীদের প্রচারে দেদার লঙ্ঘিত হল করোনা-বিধি (Breaching Covid rules TMC candidates campaign for SMC election) । যা তুলে দিল একরাশ প্রশ্ন৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্যে নতুন করে চালু হওয়া করোনা-বিধি কি কেবল গরিব মানুষের রুজি-রুটিতে টান ফেলতে ? প্রশ্ন বিরোধী দলগুলোর (Opposition parties raise their voice against TMC) ৷
গত রবিবার সরকারের বেঁধে দেওয়া করোনা-বিধিতে নির্দেশ ছিল সর্বাধিক পাঁচ জনকে নিয়ে প্রচার সারতে পারবেন প্রার্থীরা ৷ অথচ বিধির বাঁধন শিকেয় তুলে মঙ্গলবার শাসকদলের প্রার্থীদের প্রচারে ঢল নামল মানুষের ৷ সংখ্যাটা ছুঁল 25-30 জন ৷ কোনও কোনও প্রার্থীর প্রচারে সেটা আরও বেশি ৷ শাসকদলের তরফ থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা চললেও ছবি অন্য কথা বলছে ৷ বিরোধী দল বলছে নির্বাচনী প্রচারে করোনা-বিধি শাসকদলের জন্য নয়, ওটা কেবল বিরোধীদের জন্যই লাগু ৷ এমনকী নির্বাচন কমিশনে যাওয়ার কথা শুনিয়ে রাখল বিজেপি নেতৃত্ব ৷