পশ্চিমবঙ্গ

west bengal

সাঁতার না জেনেই ক্যানেলে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল যুবক

By

Published : Jun 11, 2020, 7:41 AM IST

সাঁতার না জেনে ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

Boy drowned in canal near tista barrage, siliguri
সাঁতার না জেনেই ক্যানেলে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল যুবক

শিলিগুড়ি, 11 জুন : বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে ক্যানেলের জলে তলিয়ে গেল এক যুবক ৷ মৃত ওই যুবকের নাম দেবব্রত দে ( 20 ) ৷ জানা গেছে, ওই যুবক শিলিগুড়ি ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হরিপুর এলাকার বাসিন্দা ৷ এরপর ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

স্থানীয়দের দাবি, ওই কিশোর সাঁতার না জানায় এই বিপত্তি ঘটেছে । বন্ধুদের সঙ্গে ফুলবাড়ি এলাকায় তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় ঘুরতে যায় দেবব্রত ৷ সেখানে ক্যানেলে আচমকাই বন্ধুদের মধ্যে স্নান করবে ঠিক করে তারা ৷ জানা গেছে, বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বেসামাল হয়ে পড়ে সে । এরপর মূহুর্তের মধ্যেই তলিয়ে যায় সে । তাকে বাঁচাতে এক বন্ধু তৎপর হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ।

অন্যদিকে, ঘটনার খবর পেতেই NJP থানার পুলিশসহ ডিজ্যা়স্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা ঘটনাস্থানে পৌঁছায় । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ । প্রায় 30 মিনিটের প্রচেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ । শনাক্তকরণ শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details