শিলিগুড়ি, 23 জানুয়ারি : রবিবার পরিত্যক্ত একটি সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল শিলিগুড়ি জংশন রেল স্টেশনে (bomb scare in siliguri junction station) । এদিন দুপুরে এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কাটিহার-আলিপুরদুয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-3 কামরায় একটি পরিত্যক্ত লাল রংয়ের সুটকেস দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ, আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা । খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকেও ।
Bomb Scare in siliguri : শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড - Bomb Scare in siliguri
রবিবার দুপুরে শিলিগুড়ি স্টেশনে কাটিহার-আলিপুরদুয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-3 কামরায় একটি পরিত্যক্ত লাল রংয়ের সুটকেস দেখা যায় (bomb scare in Siliguri Junction Station) ৷
আরও পড়ুন : খোট্টাডিতে পথ দুর্ঘটনায় মৃত তিন, আহত সাত
নেতাজির জন্মজয়ন্তীর দিন এবং সাধারণতন্ত্র দিবসের আগে এই পরিত্যক্ত সুটকেসকে ঘরে আতঙ্ক ছড়ায় যাত্রী ও রেল আধিকারিকদের মধ্যে ৷ জানা গিয়েছে, স্যুটকেস সমেত ওই ট্রেনের কামরাটিকে আলাদা করে শহরের বাইরে গুলমা রেল স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই ওই সুটকেসের ভিতরে কোনও বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে বম্ব স্কোয়াড ৷ তবে দুপুরে খবর দেওয়া হলেও বম্ব স্কোয়াড আসতে দেরি করে বলে অভিযোগ ৷
TAGGED:
Bomb Scare in siliguri