জলপাইগুড়ি, 16 অক্টোবর : নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজের বরাত নিয়ে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। লাঠিসোঁটা নিয়ে চলে মারপিট । মারপিটে মাথা ফাটে বেশ কয়েকজনের । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ নামানো হয় ।
কাজের বরাত নিয়ে NJP স্টেশনে BJP-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার এলাকায় - bjp tmc clash
লাঠিসোঁটা নিয়ে মারপিট নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে ৷ এলাকায় র্যাফ ৷
শুক্রবার সকালে ট্রেনের শৌচালয়ে জল ভরার কাজ নিয়ে গন্ডগোলের সূত্রপাত । BJP-র অভিযোগ, কাজের বরাতপ্রাপ্ত সংস্থার হয়ে ট্রেনের শৌচালয়ে জল ভরছিলেন BJP সমর্থক একদল কর্মী । তখন লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় । সংবাদ মাধ্যমের সামনেই চলে মারপিট । বরাতপ্রাপ্ত সংস্থার এক কর্মীর দাবি, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কর্মী-সমর্থক । কাজ শুরুর আগে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বলছিল তারা । অর্থ চাওয়া হয়েছিল । এনিয়ে গন্ডগোল শুরু হতেই ধুন্ধুমার বাধে স্টেশন সংলগ্ন এলাকায় । ভাঙচুর হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় কার্যালয় । ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ও GRP এলাকায় পৌঁছায় ।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।এলাকায় ধরপাকড় শুরু করে পুলিশ ।
তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ মানতে চাননি শাসক দলের নেতারা ।শিলিগুড়িতে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান, গন্ডগোল হয়েছে শুনেছি । কিন্তু আমাদের কেউ সেখানে ছিল না । যদিও BJP-র জেলা সম্পাদক রাজু সাহার অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল ।