শিলিগুড়ি, 13 জুলাই : হেমতাবাদে বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করল BJP । বিক্ষোভে অংশ নেন BJP জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, রাজু সাহা সহ অন্যরা ৷ আজ প্রায় 40 জন BJP নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন ৷
শিলিগুড়ি হিলকার্ট রোড অবরোধ করে মিছিল করেন BJP কর্মী-সমর্থকরা ৷ প্রায় 30 মিনিট ধরে অবরোধ চলে ৷ বিক্ষোভের জেরে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷