শিলিগুড়ি, 18 অক্টোবর: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2নং গেটের সামনে বিক্ষোভ বিজেপির (BJP Protest in North Bengal University) ৷ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৷ জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল এবং অন্যান্য নেতৃত্ব ৷ বিক্ষোভের পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে স্মারকলিপিও দেন তাঁরা ৷
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মন অভিযোগ, আগের উপাচার্যকে অনৈতিকভাবে বসিয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্যের শাসকদল ৷ পরবর্তীকালে সুবীরেশ ভট্টাচার্য টেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ৷ সেই সময় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত একজনকে উপাচার্যের পদে বসানো হয়েছে ৷ আগের উপাচার্যের অনৈতিক কাজকে ত্বরান্বিত করতে ওমপ্রকাশ মিশ্রকে উপাচার্য পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন আনন্দময় বর্মন ৷ ওমপ্রকাশ মিশ্রকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷