শিলিগুড়ি, 29 মে : ফের পোস্টার বিতর্ক শিলিগুড়িতে (Poster Controversy at Siliguri) । এবার ঠিক মহকুমা পরিষদ নির্বাচনের (Siliguri Mahakuma Parishad Election 2022) আগে পোস্টার ঘিরে বিতর্ক গেরুয়া শিবিরের অন্দরে । একটা নয় । বিজেপির (BJP) দুই নেতৃত্বের পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে ।
শনিবার সকালে শিলিগুড়ির রাজপথে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও বিজেপির যুব মোর্চার সম্পাদক সৌরভ সরকারের নামে ওই পোস্টারে বিতর্কের সৃষ্টি হয়েছে । এদিন সকালে শিলিগুড়ির হাশমি চকে জেলা সভাপতি আনন্দময় বর্মনের বিরুদ্ধে এবং গুরুনানক চকে সৌরভ সরকারের পক্ষে পোস্টারগুলি পড়েছে । পোস্টারের ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির । অন্যদিকে, ঘটনাটি গোষ্ঠীকোন্দলের জের বলে অভিযোগ শাসকদলের ।
পোস্টারে জেলা সভাপতি আনন্দময় বর্মনের বিরুদ্ধে একনায়কতন্ত্র, দুর্নীতি ও নিজের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে নিজের বিধানসভা কেন্দ্র থেকে শাখা সংগঠনের পদ দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে । অন্যদিকে, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ সরকারকে জেলা যুব মোর্চার সভাপতি করা হোক এই দাবি জানিয়ে পড়েছে ওই পোস্টার বলে জানা গিয়েছে ।
যদিও ওই বিষয়ে আনন্দময় বর্মন বলেন, "এটার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে । মহকুমা পরিষদ নির্বাচনের আগে দল আর আমাকে কালিমালিপ্ত করার জন্য ওই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস । আর আমি দুর্নীতি করি কি না, সেটা দল খুব ভালো করে জানে । তবে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব ।"