পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি BJP সাংসদের

বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা । শিলিগুড়িতে বললেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা ।

Raju Bista demands Presidential Rule in WB
শিলিগুড়িতে রাজু বিস্তা

By

Published : Jan 10, 2020, 11:16 AM IST

শিলিগুড়ি, 10 জানুয়ারি : বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা । আজ শিলিগুড়িতে এমন দাবিই তুললেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা ।

কী বললেন দার্জিলিংয়ের BJP সাংসদ ? দেখুন ভিডিয়ো...

দার্জিলিংয়ের এই BJP সাংসদের কথায়, "বাংলায় যা পরিস্থিতি, তাতে গণতন্ত্র বিপন্ন । আইনশৃঙ্খলা ঠিক নেই । যা অবস্থা চলছে এ'রাজ্যে, তাতে রাষ্ট্রপতির উচিত বাংলায় 356 ধারা প্রয়োগ করা ।" রাজু বিস্তা বলেন, "এ'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল ফায়দা করতে পারবে না । সহানুভূতির ভোট পাবে না তারা । মানুষ এ'রাজ্যে বিপদগ্রস্ত । তাই BJP চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক । এটা শুধু সাংসদ হিসেবে আমার দাবি নয়, আমি BJP-র একজন নেতা । তাই এই দাবি BJP-র দাবি ।"

আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা । এলাকায় প্রাতঃভ্রমণের পাশাপাশি একটি দোকানে 'চায়ে পে চর্চা'-য় যোগ দেন তিনি । কথাও বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গে । বাসিন্দাদের নানা অভাব অভিযোগ শোনার পাশাপাশি CAA-র প্রচারে লিফলেট বিলি করলেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা কথা বলছেন । এই লিফলেট দিয়ে আমরা সব জানাচ্ছি । পড়ে দেখবেন ।"

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের কথা মাথায় রেখে রাজু বলেন, আগামী পৌর নির্বাচনে BJP জিতবে । এ'রাজ্যের তৃণমূল সরকার শিলিগুড়িকে বঞ্চিত করেছে । শিলিগুড়ি থেকে কর আদায় করলেও উন্নয়নের প্রশ্নে শিলিগুড়িকে অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার, এমনটাই দাবি তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details