জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: BJP কর্মীদের আগুনে পুড়ে যাওয়া বাড়ি দেখতে যাওয়ার আগেই সাংসদকে রুখে দিল পুলিশ । আজ BJP সাংসদ জয়ন্তকুমার রায় চূড়াভাণ্ডারে দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন । গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে দিল পুলিশ । ঘটনায় সাংসদ ময়নাগুড়ি জাতীয় সড়কের উপর ধরনায় বসেন । সঙ্গে ছিলেন BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী, স্থানীয় নেতা শ্যামল রায়, তপন রায় । ঘটনাটি ময়নাগুড়ির আসাম মোড়ের ।
সাংসদ অভিযোগ জানান, তৃণমূল নেতা ভোম্বল ঘোষের মৃত্যুর পর গতকাল রাতে ময়নাগুড়ি অগ্নিগর্ভ হয়ে ওঠে । BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আক্রান্ত BJP সমর্থক আল্পনা রায় অভিযোগ করেন, পুলিশের সামনেই দুষ্কৃতীরা বাড়ি বাড়ি আগুন লাগায় । যদিও আল্পনা রায়ের আনা অভিযোগকে তৃণমূলের নেতারা অস্বীকার করেন ।