পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা - করোনা

এদিন শিলিগুড়ি শহরের উন্নয়ন এবং করোনা সংক্রমণের মোকাবিলায় একাধিক প্রস্তাব পৌরনিগমের প্রশাসক বোর্ডের কাছে তুলে ধরেন বিজেপি বিধায়করা । এমনকি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা ।

BJP MLAs held a meeting with the Administrator Board of Siliguri Municipality
শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা

By

Published : Jun 9, 2021, 7:59 PM IST

শিলিগুড়ি, 9 জুন : শহরের উন্নয়নের স্বার্থে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সাথে বৈঠক সারলেন বিজেপি বিধায়করা । বুধবার শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল ।

আরও পড়ুন : ডেঙ্গুর আঁতুরঘর শিলিগুড়ি!

এদিন শিলিগুড়ি শহরের উন্নয়ন এবং করোনা সংক্রমণের মোকাবিলায় একাধিক প্রস্তাব পৌরনিগমের প্রশাসক বোর্ডের কাছে তুলে ধরেন বিজেপি বিধায়করা । এমনকি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা । শহরের উন্নয়নের স্বার্থে বিজেপি বিধায়করা সব সময় পৌরনিগম কর্তৃপক্ষকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । অন্যদিকে, বিধায়কদের তরফে পেশ করা প্রস্তাবগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।

ABOUT THE AUTHOR

...view details