পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teacher Recruitment Scam: মুখ্যমন্ত্রীকে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ বিজেপি বিধায়কের - বিষ্ণুপ্রসাদ শর্মা

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই 'ওয়াশিং মেশিন' (Washing Machine) বলে কটাক্ষ করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma) ৷ জিটিএ (GTA)-র অধীনে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগ তুললেন তিনি ৷

BJP MLA Bishnu Prasad Sharma criticises Mamata Banerjee by calling her Washing Machine regarding Teacher Recruitment Scam
Teacher Recruitment Scam: মুখ্যমন্ত্রীকে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ বিজেপি বিধায়কের

By

Published : Aug 10, 2022, 7:43 PM IST

শিলিগুড়ি, 10 অগস্ট:এত দিন বিজেপি-কে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করত তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) বহুবার এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে ৷ তৃণমূল নেতা-নেত্রীদের অনেককেই বলতে শোনা গিয়েছে, দুর্নীতি করে বিজেপি-তে নাম লেখালেই সব দোষ ধুয়ে যায় ! এক্ষেত্রে বিজেপি নাকি ওয়াশিং মেশিনের কাজ করে ! আর এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই 'ওয়াশিং মেশিন' (Washing Machine) বলে পালটা সমালোচনা করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma) ৷ জিটিএ (GTA)-র অধীনে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগ তুলে সরব হলেন তিনি ৷

বুধবার শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন বিষ্ণুপ্রসাদ ৷ সেখানে তিনি বলেন, জিটিএ-র অধীনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ! ওয়াশিং মেশিনের মতোই তিনি কলঙ্কের দাগ দূর করার ব্যবস্থা পাকা করেছেন ! ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি তুলেছেন বিজেপি বিধায়ক ৷ তবে, এক্ষেত্রে রাজ্য পুলিশের উপর তাঁর কোনও ভরসা নেই বলেও জানিয়েছেন বিষ্ণুপ্রসাদ ৷ তাই ইডি বা সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ গত 16 জুন এই বিষয়ে সিবিআই-এর কাছে লিখিত আবেদনও জানিয়েছেন বিধায়ক ৷

আরও পড়ুন:ED Summons Manik: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ফের তলব ইডি’র

বিষ্ণুপ্রসাদের অভিযোগ, 2019 সালে জিটিএ-র প্রশাসনিক বোর্ড থাকাকালীন পাহাড়ে শিক্ষক নিয়োগ করা হয় ৷ প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা, প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং-সহ বোর্ডের সদস্যদের সুপারিশে বহু চাকরিপ্রার্থীর নিয়োগ করা হয় ৷ প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত এভাবেই বেআইনি নিয়োগের প্রক্রিয়া চলতে থাকে ৷ বিষয়টি নজরে আসার পরই এ নিয়ে সরব হন বৈধ চাকরিপ্রার্থীরা ৷ কলকাতা হাইকোর্টে মামলাও রুজু করা হয় ৷

বিজেপি বিধায়কের নিশানায় মুখ্যমন্ত্রী ৷

এদিন এই প্রসঙ্গে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "অনিত থাপা, বিনয় তামাঙের সুপারিশে পাহাড়জুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে ৷ মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে ৷ প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে ৷ পরে তাঁদেরই স্থায়ী পদে বহাল করা হয়েছে ৷ 2019 সালের 23 জানুয়ারি মুখ্যমন্ত্রী নিজে দার্জিলিংয়ের চৌরাস্তায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে ওই চাকরিপ্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী নিজেই এই দুর্নীতিতে ওয়াশিং মেশিনের কাজ করেছেন ৷"

বিধায়কের অভিযোগ, 2018 সালে জিটিএ এলাকায় প্রাথমিক স্কুলগুলিতে 121 জন, উচ্চ প্রাথমিকে 313 জন ও হাই স্কুলে 59 জনকে অনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে ৷ সিবিআই বা ইডি-র মতো কোনও স্বাধীন কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে চলে আসবে বলে মনে করেন বিজেপি-র এই বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details