পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল - Trinamool Congress latest news today

বিনয় তামাং পদত্যাগ করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ৷ তার পরই ফের রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাহাড়ের রাজনীতি । এই নিয়ে সরব বাম ও বিজেপি৷ তবে এখনই প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল ৷

bjp-cpim-criticize-binay-tamang-after-he-resigned-gorkha-janamukti-morcha
বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল

By

Published : Jul 16, 2021, 8:34 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই : বিনয় তামাংয়ের পদত্যাগের পরই ফের রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাহাড়ের রাজনীতি । প্রত্যাবর্তনের পর নির্বাচনে পাহাড়ে বিমল গুরুং ধরাশায়ী হলেও কালিম্পং আসনটি জিতে নিজেদের মুখ বাঁচিয়েছিল বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ।

কিন্তু বৃহস্পতিবার বিনয় তামাংয়ের পদত্যাগে স্তম্ভিত পুরো রাজনৈতিকমহল । সুর চড়িয়েছে বাম থেকে বিজেপি । আর চুপ থাকার সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের আগামী পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা চিন্তা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বিনয় তামাংয়ের পদত্যাগ নিয়ে সমতলের অন্যান্য রাজনৈতিক দল সেভাবে মুখ না খুললেও বিজেপি কিছুটা অস্বস্তিতে পড়েছে তা পরিষ্কার ৷

আরও পড়ুন :বিনয়ের পদত্যাগে মোর্চা এবার অনিতপন্থী, কার্যকরী সভাপতি হলেন অনিত থাপা

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য বলেন, "বিনয় তামাং ও অনিত থাপার অনেক আগেই জিটিএ-র প্রশাসক বোর্ড থেকে পদত্যাগ করা উচিত ছিল । নির্বাচন না করে সরকারের মনোনীত হয়ে প্রশাসক হয়ে বসে ক্ষমতা ভোগ করছিলেন । জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই তাঁদের । সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিলেন । তাই এখন দল পরিবর্তন করলেন কি করলেন না, তাতে কিছু যায় আসে যায় না ।"

বিনয় তামাংয়ের পদত্যাগ নিয়ে অশোক ভট্টাচার্য ও গৌতম দেবের বক্তব্য

তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বলেন, "বিনয় তামাং একটি দল তৈরি করেছিলেন এবং তিনি তার সভাপতি ছিলেন । তবে কেন তিনি পদত্যাগ করলেন, সেটা তাঁর ব্যাপার । এই বিষয়ে কোনও মন্তব্য করব না । আমরা এখন খালি পাহাড়ের পরিস্থিতি ধৈর্য্য ধরে পর্যবেক্ষণ করব ।"

আরও পড়ুন :Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ

অপরদিকে ওই প্রসঙ্গে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "একটা রাজনৈতিক দল যদি মিথ্যা, দুর্নীতি, আদর্শহীনতা নিয়ে তৈরি হয় আর মানুষের স্বার্থে কাজ না করে থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের এরকমই অবস্থা হয় । গোর্খা জনমুক্তি মোর্চা-২ জিটিএ-র ক্ষমতা ভোগ করেছে । মানুষের স্বার্থে কাজ করার পরিবর্তে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং নিজেদের সম্পত্তি বৃদ্ধিতে বেশি লিপ্ত হয়ে যায় ।’’

তিনি আরও বলেন, ‘‘মোর্চা-২ প্রমাণ করল যে কাটমানি, দুর্নীতি ও ঘোটালা দিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না । কেউ কেউ তো দলের পতাকা জামা বদলানোর থেকে বেশি পরিবর্তন করেছে । এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি সমস্যাজনক । তবে আমি পাহাড়বাসীকে আশ্বস্ত করতে চাই যে আমি পাহাড়বাসীর জন্য নিরন্তর কাজ করে যাব ।"

আরও পড়ুন :উপনির্বাচনের জন্য তাড়াহুড়ো কেন ? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details